Channel: Labib Ittihadul
Category: Entertainment
Tags: বাংলাদেশsajekপাহাড়ittihadulরাঙামাটিসাজেকখাগড়াছড়িইত্তিহাদুলkomglaksajek valleyভ্রমণমেঘের রাজ্যসাজেক ভ্যালীবাঘাইছড়িকংলাক পাড়ালাবিববাংলাকংলাকbangla vloginভ্লগkonglak hillplacesকংলাক পাহাড়bangladeshi vloglabibvlogvisittotravelbangladesh
Description: Everything about Konglak Hill । Open Secrets of Sajek Valley সাজেক ভিডিওর প্রথম অংশঃ youtu.be/nVxIjCmUBLI হ্যালো ভিউয়ার্স, আমি লাবিব সবাইকে আসসালামু আলাইকুম ও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করচ্ছি সাজেক নিয়ে আমার ২য় দিনের বা শেষ দিনের ভিডিও ব্লগ। সাজেক এর প্রথমদিনের ভিডিওতে আমি সাজেক যাওয়ার ভাড়া, চাদের গাড়ির খরচ, গাইড এর নাম্বার ইত্যাদি শেয়ার করেছি। আর দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা ছুটে চললাম কংলাক পাড়ার দিকে, মেঘ ছুয়ে দেখার প্রয়াসে। আর কংলাক পাড়ায় যেতে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিতে চাই আমার সদ্য গড়ে ওঠা ২০ হাজার সাবস্ক্রাইবার ও আপনাদের সবাইকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, লাইক ও কমেন্ট করে আমাকে প্রেরণা দিন। যারা ভিডিও শেয়ার করে আমার চ্যানেল ও আমাকে শূন্য থেকে ২০ হাজারের একটি পরিবার উপহার দিয়েছেন। প্রায় ৩ বছরে আগে ২০১৫ এর প্রথম কোয়ার্টারে আমি ইউটিউবে ভিডিও ব্লগিং শুরু করি একেবারে জিরো সাবস্ক্রাইবার থেকে। সেই শূন্য থেকে প্রথম ১০০ সাবস্ক্রাইবার হওয়া, তারপর ২০০, ৫০০, ১ হাজার এভাবে করে করে এখন ২০ হাজার, প্রত্যেকটা মোমেন্ট আমার স্পষ্ট মনে আছে। সবাইকে আবার ও ধন্যবাদ এবং অনেক অনেক ভালবাসা। তো এবার মূল কথায় আসি। কংলাক পাড়া হচ্ছে সাজেক এর ভ্যালির শেষ অংশ যা সাজেক মাঝের অংশ থেকে আরেকটু উচু এবং যেখানে গেলে আপনি মেঘের থেকে সামন্য উঁচুতে বা মেঘের ভেতরে অবস্থান করতে পারবেন। আর আজকের এই ভিডিও জুড়ে আমি এমন কিছু তথ্য শেয়ার করব, যা সাধারনত অন্য কোথায় পাবেন না। এই তথ্য গুলো একান্তই আমি নিজের অভিমত ও অভিজ্ঞতা। আরেকটা বিষয়, শুক্রবার বা সরকারি ছুটির দিনে সাজেক না যাওয়াই ভাল। আমাদের হোষ্ট রুবেল ভাই এর মতে, ছুটির দিনে সাজেক যাওয়া আর গুলিস্তান যাওয়া নাকি একই কথা। মানে প্রচন্ড ভীর হয়। কটেজ গুলোর ভাড়াও থাকে বেশি। আর ফাঁকা সাজেক এর মজা টা তো মিস করবেন ই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, বাম দিকে না গিয়ে প্রথমে ডান দিকে যেতে পারেন। আশাকরি একেবারে ফাঁকা পাবেন এই সাইড টা। সাথে পাবেন ভারী গাঢ় ধবদবে সাদা মেঘের দেখা। এখান থেকে ভাল মেঘের ছবি ভিডিও নিতে পারবেন। এরপরে না হয় গেলেন ঐ বাম পাশের সাইডে। যেটা আমরা করেছি। কংলাক পাড়ায় ওঠার পরের ১টা সিক্রেট বলে দেই, ঠিক পাহাড়ে উঠার পর পর ডানে ও বামে দুই দিকে দুটি রাস্তা। বাম দিকের টা বলতে যেটি বড় বড় পাথরের সাইড দিয়ে গেছে ওটা। সাধরণত কংলাকে উঠেই সবাই সেই রাস্তা ধরে দৌর দেয়। তাই এই অংশটায় বেশ ভীর থাকে আর এখানে মেঘ তেমন একটা বোঝা যায় না। মেঘের ঘর রিসোর্ট বা যে কোন রিসোর্ট এবং চাঁদের গাড়ি রিজার্ভ বা যে কোন অথ্যের জন্য সাজেক গাইডঃ খোরশেদ মামা +8801828856334 বিটিজিঃ facebook.com/groups/766074033449806 Facebook facebook.com/TheLabib Instagram instagram.com/Labib_ittihadul Story Channel youtube.com/channel/UCqqZkOZkg1__uqpWX-1pIYQ Tech Channel youtube.com/TechBit Tiktok tiktok.com/@labibittihadul Facebook Group facebook.com/groups/travelsyndicate Business Contact: xlabib@gmail.com